আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতার নিরসন শীঘ্রই: আব্দুল্লাহ হামুদি
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা শীঘ্রই নিরসন হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি।
স্থানীয় সময় সোমবার রাতে দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা ডাউনটাউন হোটেলে সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘বাংলাদেশ কমিউনিটি ইউএই’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হামুদি বলেন, “কোনো রাজনৈতিক কারণে বাংলাদেশের ভিসা স্থগিত হয়নি। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশের সঙ্গে আমিরাতের ভিসা জটিলতা দূর হবে।”
বাংলাদেশকে নিজের ‘সেকেন্ড হোম’ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের জন্য বর্তমানে আমিরাতে ভিসা স্থগিত রয়েছে। কয়েক বছর আগে যেখানে আমিরাতে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ছিল মাত্র ৭-৮ লাখ, এখন তা বেড়ে ১২ লাখ ছাড়িয়ে গেছে, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।
আয়োজক সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় আরও অতিথি ছিলেন দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন। প্রধান বক্তা ছিলেন জাকির হোসেন।
মুশফিকুল ফজল আনসারী বলেন, “জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান কেবল বাংলাদেশের নয়, গণতান্ত্রিক বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাষ্ট্রকাঠামো সংস্কারের পর বাংলাদেশ পরিচালিত হবে নির্বাচিত সরকারের দ্বারা। ইউনূসের সরকারকে সবাই সহযোগিতা করে সংস্কার এগিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, “আশা করি আমিরাতের সঙ্গে অচিরেই ভিসা জটিলতা কেটে যাবে। আমাদের দুই দেশের মধ্যে যে সুদৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাতে কোনো চিড় ধরার সম্ভাবনা নেই।”
সভায় আরও বক্তব্য দেন রেজা খান, এম এ সালাম খান, সালাউদ্দিন আহমদ, রাজা মল্লিক, ইয়াকুব সৈনিক ও শিবলী আল সাদিক। সভা পরিচালনা করেন মামুনুর রশিদ।