জাহাজে ৭ খুন
ছয় শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর, তদন্তে আরও ২ কমিটি
চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী জাহাজে খুন হওয়া সাতজনের মধ্যে একজন বাদে বাকিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে সকাল থেকে নিহতের স্বজনরা চাঁদপুর সদর হাসপাতালে ভিড় করতে শুরু করেন। পরে লাশ সনাক্ত করেন তারা।
নিহতদের মধ্যে ছয়জনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন।
এর আগে মঙ্গলবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিহত সাত জাহাজ শ্রমিকের লাশের ময়নাতদন্ত হয়। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্দ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “হত্যাকাণ্ডের শিকার সবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।”
এর আগে সোমবার বিকালে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে আল বাখেরাহ জাহাজ থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত আরো তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
জাহাজটিতে মাস্টারসহ মোট আটজন কর্মী থাকার তথ্য দিয়েছে মালিকপক্ষ।
ইউরিয়া সার বোঝাই করে জাহাজটি সিরাজগঞ্জের বাঘাবাড়িতে বিসিআইসির ডিপোতে যাবার কথা ছিল বলে লাইটারেজ জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তা আতাউল করিম রঞ্জু জানিয়েছেন।
মেঘনার সেই জাহাজের সুকানির শ্বাসনালী কাটা, ঢাকা মেডিকেলে ভর্তি
নিহতরা হলেন-ফরিদপুর জেলার সদর উপজেলার জোয়াইর এলাকার মো. কিবরিয়া (মাস্টার), একই এলাকার শেখ সবুজ (৩৫) লস্কর, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাঙ্গারচর এলাকার আমিনুল মুন্সী (৪০) সুকানি, একই উপজেলার লোহাগড়া এলাকার মো. সালাউদ্দিন (৪০) ইঞ্জিন চালক, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার চরষশোমন্তপুর এলাকার মো. মাজেদুল (১৬) লস্কর, একই উপজেলার পলাশ বাড়িয়া এলাকার সজিবুল ইসলাম (২৬) লস্কর ও জাহাজের বাবুর্চি মুন্সীগঞ্জের রানা (২০)।
জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, “বাবুর্চি রানার লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও নৌ পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
“এই ঘটনায় চাঁদপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ১০ কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।”
আর চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, “জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবে।”
এর আগে জাহাজে সাত খুনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন যুগ্ম সচিব।
এদিকে মঙ্গলবার সকালে নিহত শ্রমিকদের হত্যার বিচার চেয়ে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে নৌ যান শ্রমিক ফেডারেশন।
ফেডারেশন নেতা হারুন অর রশিদ বলেন, “মেঘনায় জাহাজে সাত শ্রমিক হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হোক।”
এ ঘটনায় মামলা দায়ের প্রসঙ্গে চাঁদপুর নৌ থানার ওসি একে এম এস মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “সাত খুনের ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”