সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৬ ১৪৩১, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশিদের বিদেশ যেতে খরচ বেশি হয় কেন, আছে কী সমাধান?

 প্রকাশিত: ০৬:১৫, ২০ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশিদের বিদেশ যেতে খরচ বেশি হয় কেন, আছে কী সমাধান?

নিজ দেশ থেকে প্রবাসে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি খরচ হয়, যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। যদিও সরকার নির্ধারিত খরচ রয়েছে, বাস্তবে বিদেশে যাওয়ার জন্য প্রবাসীরা কয়েকগুণ বেশি টাকা খরচ করতে বাধ্য হন। এই সমস্যার ফলে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে যমুনা টেলিভিশনের '২৪ ঘণ্টা' অনুষ্ঠানে বিশেষজ্ঞদের আলোচনা হয় ‘অভিবাসন খাতের নানা সম্ভাবনা ও সংকট’ নিয়ে। অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের মহাসচিব ও অন্যান্য অতিথিরা আমন্ত্রিত ছিলেন।

প্রবাসী শ্রমিকরা আমাদের অর্থনীতির ভিত্তি গড়ে দিয়েছেন, বছরে ২২ থেকে ২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। কিন্তু সেই শ্রমিকদের প্রতি সম্মান ও মর্যাদা নেই। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার খরচের কারণ হলো মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য এবং সরকারের ব্যবস্থাপনার অভাব। কর্মী ও রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর মধ্যে যোগাযোগের অভাব রয়েছে, ফলে গ্রামাঞ্চলের মানুষ দালালদের শিকার হচ্ছেন।

এসব সংকট সমাধানের জন্য উপজেলা পর্যায়ে তথ্য কেন্দ্র স্থাপন এবং সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। এছাড়া, ভিসার দাম কমানো এবং মধ্যস্বত্ত্বভোগীদের প্রভাব কমিয়ে আনতে সামগ্রিক কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে প্রবাসী কর্মীদের দুর্ভোগ কিছুটা হলেও কমানোর সম্ভাবনা রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪