বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২৭ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ব্রেকিং

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও সাজার ব্যবস্থা করব: উপদেষ্টা বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের আশুলিয়ায় ৩৫ কারখানার উৎপাদন বন্ধ ৭৮ নাবিকসহ দুই নৌযান উড়িষ্যার প্যারাদ্বীপে ‘রাখাইনের পরিস্থিতি বিবেচনায়’ টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ ঘোষণা চিন্ময়ের পক্ষে শুনানি করতে পারেননি ঢাকার আইনজীবী, যা বলল দুই পক্ষ ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আহ্বান জানাব: টবি ক্যাডম্যান সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আবারো কড়াকড়ি প্রবাসীরা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন: আইন উপদেষ্টা শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে : প্রধান উপদেষ্টা দিল্লির কাছে আত্মসমর্পণ করতে স্বাধীনতা অর্জন করিনি: রিজভী ভারতে পুলিশি পাহারায় ভাঙা হলো ১৮০ বছর পুরোনো মসজিদের একাংশ

জাতীয়

ভারতীয় মিডিয়ায় ইসকন সদস্যের ওপর হামলার সংবাদ অসত্য

 প্রকাশিত: ১৮:০৯, ১১ ডিসেম্বর ২০২৪

ভারতীয় মিডিয়ায় ইসকন সদস্যের ওপর হামলার সংবাদ অসত্য

 ১০ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকায় ইসকনের একজন সদস্যের ওপর হামলা হয়েছে বলে খবর প্রকাশ করেছে এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিনসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ঢাকার উত্তরা এলাকার শ্রী শ্রী রাধারমন মন্দিরের (ইসকন উত্তরা) পুরোহিত কৃষ্ণ প্রিয় নিতাই দাস জানিয়েছেন, উত্তরা এলাকায় কোনো ইসকন ভক্ত বা সদস্যের ওপর হামলার কোনো ঘটনা তার জানা নেই।

ঢাকার পুলিশও জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনার খবর তারা পায়নি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট চেক আরও জানায়, ভারতীয় মিডিয়া “ভুক্তভোগীর” কোনো বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ পুলিশ অথবা কোনো ইসকন নেতারও বক্তব্য নেই এসব প্রতিবেদনে, যা সার্বিক বিবেচনায় খবরগুলোকে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাংবাদিকতার নীতি বহির্ভূত হিসেবে চিহ্নিত করে।

বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় নেতা হৃষিকেশ গৌরাঙ্গ দাস জানিয়েছেন, উত্তরায় সম্প্রতি সংঘটিত একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি আরও জানান, পারিবারিক ঘটনায় সম্পৃক্ত যুবক ইসকন সদস্য নয়।