বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২৭ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ব্রেকিং

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও সাজার ব্যবস্থা করব: উপদেষ্টা বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের আশুলিয়ায় ৩৫ কারখানার উৎপাদন বন্ধ ৭৮ নাবিকসহ দুই নৌযান উড়িষ্যার প্যারাদ্বীপে ‘রাখাইনের পরিস্থিতি বিবেচনায়’ টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ ঘোষণা চিন্ময়ের পক্ষে শুনানি করতে পারেননি ঢাকার আইনজীবী, যা বলল দুই পক্ষ ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আহ্বান জানাব: টবি ক্যাডম্যান সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আবারো কড়াকড়ি প্রবাসীরা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন: আইন উপদেষ্টা শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে : প্রধান উপদেষ্টা দিল্লির কাছে আত্মসমর্পণ করতে স্বাধীনতা অর্জন করিনি: রিজভী ভারতে পুলিশি পাহারায় ভাঙা হলো ১৮০ বছর পুরোনো মসজিদের একাংশ

জাতীয়

প্রবাসীরা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন: আইন উপদেষ্টা

 প্রকাশিত: ১৫:০৬, ১১ ডিসেম্বর ২০২৪

প্রবাসীরা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন: আইন উপদেষ্টা

প্রবাসীরা আগামী ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১১ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভায় পররাষ্ট্র উপদেষ্টা, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা ও আমি ছিলাম। পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারাও ছিলেন। আপনাদের এমআরপি পাসপোর্টের খুবই সমস্যা হচ্ছে। এটা আমরা জানি। আগামী ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। পরবর্তী ৩-৪ সপ্তাহের মধ্যে যারা আবেদন করেছেন প্রত্যেকে এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। ’

‘সৌদি আরব এবং মালয়েশিয়াতে যারা আছেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর যেসব দেশে চাহিদা বেশি সেগুলো অগ্রাধিকার দিয়ে দেওয়া হবে। ’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, ইনশাল্লাহ আগামী ২-৩ বছরে এ সমস্যা আর হবে না। আপনাদের অনেক সাফারিংস হয়েছে, অনেক কষ্ট ও হয়রানি হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে মন্ত্রী ছিলেন, এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়া শেষ করতে দেড় বছর সময় লাগে। আমরা আসার পার আবার প্রক্রিয়াটা বাতিল করার জন্য সময় লেগেছে। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ’

প্রবাসীদের ই-পাসপোর্ট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হয়েছে, এখান থেকে দরকার হলে টিম যাবে বায়োমেট্রিক ডাটা নেওয়ার জন্য। সেগুলো আপনাদের পরে জানানো হবে। ’