নতুন মামলায় আনিসুল-ফারুক-মামুনসহ গ্রেপ্তার ৯
রাজধানীর কয়েকটি থানায় পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খান, সাবেক এমপি শাহজাহান ওমর, শমসের মবিন চৌধুরী, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিটু, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদারকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম শরীফুর রহমান বুধবার এ আদেশ দেন।
এদিন তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তারা এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালত আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
পাশাপাশি গ্রেপ্তারদের জামিন শুনানি আমলী আদালতে হবে বলে জানিয়েছে আদালত।