বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২০ ১৪৩১, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্রেকিং

‘কল্পকাহিনির’ প্রচার ঠেকাতে একজোট হওয়ার আহ্বান ইউনূসের বাংলাদেশকে দুর্বল-নতজানু ভাবার অবকাশ নেই: আইন উপদেষ্টা ভারতের শাসকগোষ্ঠী দু`দেশের জনগণের মধ্যে সম্প্রীতি চায় না : নাহিদ ইসলাম সরকারি সব চাকরির আবেদন ফি হচ্ছে ২০০ টাকা ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী ৯৪ হাজার ছাড়িয়েছে কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার সাভারে সমাহিত মাহমুদুরই বিএনপি নেতা হারিছ চৌধুরী ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না:অর্থ উপদেষ্টা সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র চিন্ময় গ্রেপ্তার: চট্টগ্রামে সহিংসতার ঘটনায় আরো এক মামলা, আসামি ২৯ জুলাই-আগস্ট গণহত্যা: তদন্ত প্রতিবেদনসহ আমু, কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে : নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস কয়েকজন বিচারপতির বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে: সুপ্রিম কোর্ট

জাতীয়

ভোলায় সাবেক সাংসদ তোফায়েলসহ ৮৬ জনের নামে মামলা

 প্রকাশিত: ১১:৫১, ৪ ডিসেম্বর ২০২৪

ভোলায় সাবেক সাংসদ তোফায়েলসহ ৮৬ জনের নামে মামলা

ভোলা-১,আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ৮৬ জনের নামে  ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার অন্য আসামীরা  ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী  আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ আরও অজ্ঞাত ৪০০ জনকে আসামী করে

ভোলা সদর মডেল থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ছাত্রদল কর্মী মোঃ আরিফ হোসাইন বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করলেও মঙ্গলবার রাতে বিষয়টি প্রকাশ করে পুলিশ।

মামলার বিবরনে জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবৈধ আটকাদেশে তার কারামুক্তি ও সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২০১৯ সালের ৫ মার্চ  মঙ্গলবার বেলা ১১ টায় প্রত্যেক জেলা শহরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।এর ধারাবাহিকতায় ওইদিন জেলা বিএনপির কার্যালয়ে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে  জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর পুত্র আসিফ আলতাফ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশের বিষয়ে জানতে আসামীরা জেলা বিএনপি অফিসে হামলা,ভাংচুর চালায়।

এ ঘটনায় আ'লীগ সরকারের সাবেক মন্ত্রী,উপমন্ত্রী ও সাংসদদের বিরুদ্ধে এ মামলা হয়েছে বলে জানিয়েছেন, ভোলা সদর মডেল থানার ওসি পারভেজ।