সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ১৮ ১৪৩১, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

পৌনে পাঁচ লাখ শূন্যপদে নিয়োগের নির্দেশ চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন: ড. ইউনূস উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ ‘লুটপাট’ হয়েছে: শ্বেতপত্র কমিটি বিসিএসে আবেদন ফি ‘হচ্ছে’ ৩৫০ টাকা, ভাইভায় নম্বর ১০০ আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্রপন্থীদের হামলা-ভাঙচুর পাশের দেশের মিডিয়া আমাদের নিয়ে অনেক মিথ্যা প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘ক্ষমতার ভারসাম্য’ আনতে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আলোচনায় রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নতুন মামলায় গ্রেফতার ইনু, মেনন ও দীপু মনি ৪ ডিসেম্বর আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ আদালতের শ্বেতপত্র: শুধু ব্যাংক খাতের মন্দ ঋণ দিয়ে করা যেত ২৪টি পদ্মা সেতু ১৫ আগস্ট শোক দিবস পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

জাতীয়

বায়রায় বসবে প্রশাসক, এক মাসে ভোট: হাই কোর্টের রায়

 প্রকাশিত: ১৫:৩৩, ২ ডিসেম্বর ২০২৪

বায়রায় বসবে প্রশাসক, এক মাসে ভোট: হাই কোর্টের রায়

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে (বায়রা) প্রশাসক নিয়োগ দিয়ে তার অধীনে চার সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এ সংক্রান্ত চারটি রিট আবেদন একসঙ্গে শুনে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ সোমবার রায় দেয়।

বায়রার সাধারণ সদস্যদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আবদুল্লাহ আল মামুন, আহসানুল করিম ও মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। বায়রার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার ও রুহুল কুদ্দুস কাজল।

এর আগে আপিল বিভাগ বায়রার নির্বাচন নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্টকে।ওই আদেশের পরিপ্রেক্ষিতে এই বেঞ্চে আবেদনগুলোর শুনানি হয়।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, বায়রার নির্বাচন চ্যালেঞ্জ করে একাধিক রিট পিটিশন হয়েছিল। হাই কোর্ট কিছু মামলায় স্থগিতাদেশ এবং কিছুতে রুল জারি করেছিল। পরে আপিল বিভাগে এসব মামলার শুনানি হয়। আপিল বিভাগ সময় নির্ধারণ করে দিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেয়।

“আমাদের আবেদনকারী খন্দকার আবু আশফাকের আবেদনসহ চারটি রিট আবেদনের শুনানি একসঙ্গে হয়। আজ রায়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে প্রশাসক নিয়োগ দিয়ে বায়রার নির্বাচন করতে বলা হয়েছে।”

ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, গত ১৪ সেপ্টেম্বর বায়রার নির্বাচনের তারিখ ছিল। কিন্তু ৫ অগাস্টের পট পরিবর্তনের পর নির্বাচনী আপিল বোর্ডের অনেক সদস্য আত্মগোপনে চলে যান।

“পালিয়ে যাওয়াদের যারা দোসর ছিল, তারা নানা অজুহাতে নির্বাচনের তারিখ পিছিয়ে নিচ্ছিল।ভোটার তালিকা থেকে ৫০০ ভোটার বাদ পড়েছিল এবং নির্বাহী কমিটির ১১ জন পদত্যাগ করেছিল। এ বিষয়গুলো মহামান্য হাই কোর্ট পুঙ্খানুপুঙ্খ যাচাই করে এ রায় দিয়েছে।”

বায়রার নির্বাচন নিয়ে যে বাধা ছিল, এ রায়ের ফলে তা দূর হল বলে মন্তব্য করেন তিনি।