সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ১৮ ১৪৩১, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

পৌনে পাঁচ লাখ শূন্যপদে নিয়োগের নির্দেশ চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন: ড. ইউনূস উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ ‘লুটপাট’ হয়েছে: শ্বেতপত্র কমিটি বিসিএসে আবেদন ফি ‘হচ্ছে’ ৩৫০ টাকা, ভাইভায় নম্বর ১০০ আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্রপন্থীদের হামলা-ভাঙচুর পাশের দেশের মিডিয়া আমাদের নিয়ে অনেক মিথ্যা প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘ক্ষমতার ভারসাম্য’ আনতে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আলোচনায় রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নতুন মামলায় গ্রেফতার ইনু, মেনন ও দীপু মনি ৪ ডিসেম্বর আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ আদালতের শ্বেতপত্র: শুধু ব্যাংক খাতের মন্দ ঋণ দিয়ে করা যেত ২৪টি পদ্মা সেতু ১৫ আগস্ট শোক দিবস পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

জাতীয়

১৫ আগস্ট শোক দিবস পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

 প্রকাশিত: ১১:৫৮, ২ ডিসেম্বর ২০২৪

১৫ আগস্ট শোক দিবস পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল সরকার।

ওই লিভ টু আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।  

তিনি বলেন, একটি রায়ের মাধ্যমে ১৫ আগস্টকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার পক্ষে সেটার বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন। সেই লিভ মঞ্জুর করে রায় স্থগিত করা হয়েছে। পরে এটা শুনানির (আপিল শুনানি) জন্য আসবে।

রোববার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয় সরকার। তখন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন শুরু হয়। পরে ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিন আইনজীবী রিট করেছিলেন। সেই রিটের শুনানি শেষে ২০০৮ সালের ২৭ জুলাই বিচারপতি আব্দুর রশিদের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেন। রায়ে জাতীয় শোক দিবস পালন এবং ওইsদিন সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ ঘোষণা করেন। এরপর থেকে ১৫ আগস্ট শোক দিবস হিসেবে পালন হয়ে আসছিল।

এ অবস্থায় সম্প্রতি সরকার (মন্ত্রিপরিষদ বিভাগ) আপিল বিভাগে আবেদন করে।