সালিশে উত্তেজনা, সংঘর্ষে প্রাণ গেল একজনের
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশের ভাষ্য।
৪৫ বছর বয়সী মামুন সরফভাটা ইউনিয়নের বাসিন্দা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে অটোরিকশায় ধাক্কা লাগা নিয়ে দুই চালকের মধ্যে বিরোধ হয়েছিল। সেটা নিয়ে রোববার সন্ধ্যায় দুই পক্ষ সালিশে বসেছিলেন।
“সেখানে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটিতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মামুনসহ কয়েকজন আহত হয়।”
পরে মামুনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।