রুমায় বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত: আইএসপিআর
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের তিন সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, “রুমা উপজেলার গহিন জঙ্গলে কেএনএফের গোপন আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। পরে সকালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযানে যায়। এ সময় বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত হয়।”
কেএনএফের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কি পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে তা বিস্তারিত বলা হয়নি।
রুমা থানা ওসি মোহাম্মদ সোহওয়ার্দী বলেন, “রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুননুয়াম পাড়া থেকে চার কিলোমিটার দূরে কুত্তাঝিরি এলাকায় সেনা অভিযানে তিনজন নিহত হওয়ার কথা শুনেছি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”