রোববার ২৪ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ১০ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ

 প্রকাশিত: ১২:৫৩, ২৪ নভেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি আরো ঘণীভূত হতে পারে এবং এর প্রভাবে কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে।

তবে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লঘুচাপটি উত্তর ভারতের দিকে চলে যাবে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে।”

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে।

শনিবার যে লঘুচাপটি তৈরি হয়েছে, সেটি চলতি মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় লঘুচাপ।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপামত্রা সামান্য কমতে পারে।

পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১৪ দমশিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়। আর দেশের সর্বোচ্চ ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে।