রোববার ২৪ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ১০ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে গ্যাসের আগুনে দগ্ধ দুই পরিবারের ৭ জন

 প্রকাশিত: ১২:৫১, ২৪ নভেম্বর ২০২৪

মিরপুরে গ্যাসের আগুনে দগ্ধ দুই পরিবারের ৭ জন

ঢাকার মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে দুই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের মধ্যে তিনজন শিশু। গুরুতর অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ৪০ বছর বয়সী খলিলের শরীরে পোড়ার মাত্রা ৯৫ শতাংশ। আর তার স্ত্রী রুমার (৩২) শরীরের ২০ শতাংশ পুড়েছে।

তাদের তিন সন্তান আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইলও (৪) দগ্ধ হয়েছে এ ঘটনায়। তাদের পোড়ার মাত্রা যথাক্রমে ৩৮, ৩৫ ও ২০ শতাংশ।

দগ্ধ অন্য পরিবারের দুজন হলেন শাহজাহান (৩৫) এবং তার স্ত্রী স্বপ্না (২৫)। শাহজাহানের শরীরের ৬ শতাংশ এবং স্বপ্নার ১৪ শতাংশ পুড়েছে।

ডা. শাওন বিন রহমান বলেন, " একজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার বাঁচার সম্ভাবনা খুব কম। বাকিদের চারজনের ২০ শতাংশের বেশি পুড়েছে। তাদের তিনজনের শ্বাসনালী পুড়েছে। এ কারণে তারাও শঙ্কামুক্ত নয়।"

স্বজনদের বরাতে এই চিকৎসক বলেন, “প্রাথমিকভাবে যেটা জানা গেছে, সম্ভবত রান্নাঘরের গ্যাসের লাইনে লিকেজ ছিল। ভোরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। তাতেই তারা দগ্ধ হন।"

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে যোগাযোগ করলে একজন নার্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা ভর্তি আছে তাদের সবার অবস্থা খুবই খারাপ। তাদের সঙ্গে থাকা লোকজনও কিছু বলছে না, খালি কান্নাকাটি করছে।"