রোববার ২৪ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৯ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

অক্টোবরে দুর্ঘটনায় ৫৭৫ মৃত্যু, অর্ধেকই সড়কে গাড়ি চাপায় সরাসরি ভোটে রাষ্ট্রপতি? বদিউল বললেন, ‘বিবেচনা করছি’ মানুষের স্বপ্ন বাস্তবায়নে নির্বাচন প্রয়োজন: তারেক রহমান রমজানে দ্রব্যমূল্য সর্বোচ্চ সহনীয় করার চেষ্টা করবো: বাণিজ্য উপদেষ্টা প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক: ফরিদা আখতার সাত দিনের মধ্যে সুরাহা চান ব্যাটারি রিকশার চালক-মালিকরা বিচার বিভাগ সংস্কারে ওয়েবসাইট, মতামত ৭ ডিসেম্বরের মধ্যে জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন লেবাননে এ পর্যন্ত ২২৬ স্বাস্থ্যকর্মী নিহত পুতিন বসতে চান ট্রাম্পের সঙ্গে

জাতীয়

প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক: ফরিদা আখতার

 প্রকাশিত: ১৮:২৩, ২৩ নভেম্বর ২০২৪

প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক: ফরিদা আখতার

 মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সিলেটের নদ–নদীর অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করে বন্যা মোকাবিলায় প্রয়োজনে কিশোরগঞ্জের ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম হাওরের মধ্য দিয়ে করা সড়ক ভেঙে ফেলা হবে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে সিলেট নগরের একটি কনভেনশন হলে ‘হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডারস কনসাল্টেশন ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আধুনিকতার নামে অপরিকল্পিতভাবে হাওরে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। এই বাঁধের কারণে হাওর ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেটকে বন্যা থেকে রক্ষা করতে হলেও হাওরের সড়ক ও বাঁধের বেশ কিছু অংশ ভেঙে ফেলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল।

কর্মশালায় হাওর অধ্যুষিত সাত জেলা থেকে সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যা ও দাবি উপদেষ্টার সামনে তুলে ধরেন।  

আয়োজনের বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।

এছাড়া সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।