ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু
ব্যাটারচালিত রিকশা, ইজিবাইক বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রেলপথ অবরোধের অন্তত ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার দিনভর অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিকাল ৪টা ৫ মিনিটে কমলাপুর থেকে প্রথম জামালপুর এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে বলে কমলাপুর স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই ট্রেনটি সকালে ছেড়ে যাওয়ার কথা ছিল। এরপর সিডিউলে থাকা অন্য ট্রেনগুলোও ছেড়ে যাচ্ছে।”
ব্যাটারচালিত রিকশা, ইজিবাইক চালকরা বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করলে সকাল ১০টার পর কমলাপুর থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। ফলে জামালপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, রাজশাহী কমিউটার, বনলতা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস,উপকূল এক্সপ্রেস এবং জামালপুর কমিউটার ট্রেন কমলাপুরে আটকে যায়।
অপরদিকে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার দিকে আসা ট্রেনগুলোও মাঝপথে দাঁড়িয়ে যায়। ফলে দিনভর ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্টেশন মাস্টার মাহমুদুল বলেন, “দীর্ঘ সময় রেললাইন বন্ধ থাকায় ট্রেনের সিডিউলে এর প্রভাব পড়বে। আজ সকাল থেকেই যেহেতু শুরু হয়েছে, সে কারণে ট্রেনগুলো ছাড়তে অনেক দেরি হবে। যেসব ট্রেন স্টেশনে ছিল, সেগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে।
“আবার ঢাকামুখী ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকে ছিল। সেগুলো ঢাকায় এসে আবার ফেরত যাবে। এ কারণে সিডিউলে ব্ড় প্রভাব পড়বে।”
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে মহাখালী, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছেন রিকশাচালকরা।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশা চালকদের পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাংচুরও করা হয়।পরে বিকাল ৩টার পর মহাখালী এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান বনানী থানার ওসি রাসেল সারোয়ার।