বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থা দরকার : ড. মুহাম্মদ ইউনূস কাউকে নির্বাচনে ‘আনতে চাই’ বলিনি: আওয়ামী লীগ প্রসঙ্গে ফখরুল ডেঙ্গু: একদিনে ভর্তি ১০৩৪ রোগী, মৃত্যু ৫ জনের আনিসুল হক ও দীপু মনিসহ সাবেক ৫ মন্ত্রী নতুন মামলায় গ্রেফতার প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জন্মদিনের প্রথম প্রহরে তারেক পেয়েছেন মায়ের ফোন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ প্রধানসহ ৮ জন জাবির ছাত্রীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত ৪, ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা সরবরাহ-পর্যবেক্ষণ জোরদারের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে: উপদেষ্টা প্রতি ইসরায়েলি বন্দির মুক্তিতে পাঁচ মিলিয়ন ডলার দেবেন নেতানিয়াহ লেবাননে সংঘাতে ২শ’র ও বেশি শিশু নিহত : ইউনিসেফ

জাতীয়

গাজীপুরে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে, ক্ষতি ‘আড়াই কোটি’

 প্রকাশিত: ১৫:২৯, ২০ নভেম্বর ২০২৪

গাজীপুরে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে, ক্ষতি ‘আড়াই কোটি’

গাজীপুরের ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানার ভয়াবহ আগুন প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

নগরীর বাসন থানার আধেপাশা এলাকায় মঙ্গলবার রাত দেড়টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ভোর ৬টায় নিয়ন্ত্রণে আসে বলে ভোগড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল জানান।

তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল বলেন, “কারখানায় বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি করা হতো। কারখানা সংলগ্ন একটি ‘ট্রান্সফরমারে স্পার্ক’ হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত কারখানার ভেতরে কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর কাগজ থেকে আগুন ছড়িয়ে যায় পুরো কারখানায়।


“স্থানীয়রা প্রথমে নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।”

তিনি বলেন, “আগুনে নিয়ন্ত্রণে আনতে আনতে কারখানার তৈরি করা মালামাল, মেশিন, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোলসহ সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।”

প্যাকেজিং কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ বলেন, “কারখানায় বিপুল পরিমাণ তৈরি মালামাল রাখা ছিল। বুধবার সেগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল আমাদের।

“সেগুলোসহ মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজও আগুনে পুড়ে গেছে।”

অগ্নিকাণ্ডে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।