বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থা দরকার : ড. মুহাম্মদ ইউনূস কাউকে নির্বাচনে ‘আনতে চাই’ বলিনি: আওয়ামী লীগ প্রসঙ্গে ফখরুল ডেঙ্গু: একদিনে ভর্তি ১০৩৪ রোগী, মৃত্যু ৫ জনের আনিসুল হক ও দীপু মনিসহ সাবেক ৫ মন্ত্রী নতুন মামলায় গ্রেফতার প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জন্মদিনের প্রথম প্রহরে তারেক পেয়েছেন মায়ের ফোন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ প্রধানসহ ৮ জন জাবির ছাত্রীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত ৪, ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা সরবরাহ-পর্যবেক্ষণ জোরদারের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে: উপদেষ্টা প্রতি ইসরায়েলি বন্দির মুক্তিতে পাঁচ মিলিয়ন ডলার দেবেন নেতানিয়াহ লেবাননে সংঘাতে ২শ’র ও বেশি শিশু নিহত : ইউনিসেফ

জাতীয়

দুই মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ

 প্রকাশিত: ১৮:৫৯, ১৯ নভেম্বর ২০২৪

দুই মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলা এবং গুলশান থানায় নাশকতার মামলায় খালাস পেয়েছেন সাবেক বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

দুদকের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো মঞ্জুরুল হোসেন এবং নাশকতার মামলায় বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম মঙ্গলবার আপিল শুনানি শেষে খালাসের রায় দেন।

এর মধ্যে দুদকের মামলাটি অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ছিল। আর নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছিল হাকিম আদালত।

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারে ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আলতাফ হোসেন চৌধুরী নিজ নামে এবং স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরীর নামে ১ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৩০০ টাকার সম্পদ অর্জন-দখলে রেখে এবং সে তথ্য গোপন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।


তদন্ত শেষে ২০০৮ সালের ২২ জুন এ মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলতাফের বিচার শুরুর আদেশ দেয় আদালত।

নাশকতার মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ৪ জুন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকের সামনে রাস্তার ওপর ‘অবৈধ’ সমাবেশ থেকে পুলিশের ওপর আক্রমণ করা হয়। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

তদন্ত শেষে ২০১৪ সালের ২৯ এপ্রিল গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে ২০২২ সালের ২৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার বিচার চালাকালে সাত জনের সাক্ষ্য নেওয়া হয়।

গতবছর ২৮ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ মামলার রায় ঘোষণা করেন। সেখানে আলতাফ হোসেন চৌধুরীকে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।