শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, কার্তিক ৩০ ১৪৩১, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

ভারতে বসে হাসিনার বক্তব্য-বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা চট্টগ্রাম নিয়ে ভারতীয় মিডিয়ার মন্তব্যের প্রতিবাদ জানাবে সরকার পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রদল অনলাইনে আয়কর প্রদানে চার্জ হ্রাস করেছে কেন্দ্রীয় ব্যাংক শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আমন এলে চালের দাম কমবে: খাদ্য উপদেষ্টা কুইক রেন্টাল : দায়মুক্তির বিধান অবৈধ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত: ড. ইউনূস সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেপ্তার ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক

জাতীয়

সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে আহত ছাত্র-জনতা

 প্রকাশিত: ১৮:০৮, ১৪ নভেম্বর ২০২৪

সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে আহত ছাত্র-জনতা

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের পাঁচজন উপদেষ্টা।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষেএ বৈঠক শুরু হয়।

আহতদের চিকিৎসা ও এর অনুদানসহ আহতদের পরিবারের খোঁজখবর রাখতে এই বৈঠক হচ্ছে।

বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, উপদেষ্টা মাহফুজ আলম, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত আছেন।

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, আন্দোলনে শহীদ মুগ্ধর জমজ ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অংশ নিয়েছেন। আর শতাধিক আহত ছাত্র-জনতা উপস্থিত আছেন।

এর আগে দুপুর ২টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কারণে প্রায় আড়াই ঘণ্টা দেরি হয়।

আগের দিন বুধবার (১৩ নভেম্বর) আহতদের দেখতে গিয়ে আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে তোপের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা। পরে তারা দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। পরে চার উপদেষ্টা গিয়ে তাদের সবাইকে নিয়ে মন্ত্রণালয়ে সভা করে তাদের দাবিগুলো সমাধানের আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে দেন।

আহতদের চিকিৎসা, অনুদানের দাবিতে তারা ওই আন্দোলন করেন।