বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, কার্তিক ৩০ ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেকিং

ভারতে বসে হাসিনার বক্তব্য-বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা চট্টগ্রাম নিয়ে ভারতীয় মিডিয়ার মন্তব্যের প্রতিবাদ জানাবে সরকার পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রদল অনলাইনে আয়কর প্রদানে চার্জ হ্রাস করেছে কেন্দ্রীয় ব্যাংক শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আমন এলে চালের দাম কমবে: খাদ্য উপদেষ্টা কুইক রেন্টাল : দায়মুক্তির বিধান অবৈধ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত: ড. ইউনূস সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেপ্তার ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক

জাতীয়

পূর্বাচলের লেকে পলিথিনে মোড়ানো যুবকের ৭ টুকরো লাশ

 প্রকাশিত: ১৮:৪১, ১৩ নভেম্বর ২০২৪

পূর্বাচলের লেকে পলিথিনে মোড়ানো যুবকের ৭ টুকরো লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে পলিথিন ব্যাগে মোড়ানো এক যুবকের সাত টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে তিনটি পলিথিন ব্যাগে লাশের খণ্ডাংশ উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।

নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে কাঞ্চন-কুড়িল সড়কের পাশে লেকের পানিতে হাত ধোয়ার সময় দুর্গন্ধ পান এক রিকশাচালক। পরে তিনি স্থানীয় আরও কয়েকজনকে ডাক দিলে পলিথিনে মোড়ানো ব্যাগগুলো দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ এসে কালো রঙের তিনটি পলিথিন ব্যাগে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি লিয়াকত বলেন, “ওই যুবক অন্তত তিন দিন আগে মারা গেছেন বলে ধারণা করছি। হত্যার পর তার দেহের বিভিন্ন অংশ কেটে টুকরো করে পলিথিন ব্যাগে ভরে লেকে ফেলে দেওয়া হয়। তার শরীরের দুটো অংশ এখনো পাওয়া যায়নি। আমরা যথাসম্ভব খুঁজেও পাইনি।”

এদিকে, থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআই সদস্যরা আলামত সংগ্রহ করেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রূপগঞ্জ থানার ওসি।