বুধবার ১৩ নভেম্বর ২০২৪, কার্তিক ২৯ ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ ও দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে আজ

 প্রকাশিত: ১৬:৪১, ১০ নভেম্বর ২০২৪

উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ ও দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে আজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ করা হচ্ছে। উপদেষ্টা পরিষদে নতুন কয়েকজন সদস্য যুক্ত হবেন এবং একই সাথে উপদেষ্টাদের দায়িত্বও পুনর্বণ্টন করা হবে।

আজ রোববার সন্ধ্যা ৭টায় উপদেষ্টা পরিষদের নতুন সদস্যরা বঙ্গভবনের দরবার হলে শপথ নিতে পারেন।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বতী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১ জন।