সোমবার ১১ নভেম্বর ২০২৪, কার্তিক ২৬ ১৪৩১, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে টার্ফ দখল নিয়ে সংষর্ষে ছাত্রদলকর্মী নিহত

 প্রকাশিত: ০৮:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামে টার্ফ দখল নিয়ে সংষর্ষে ছাত্রদলকর্মী নিহত

ট্টগ্রামের চান্দগাঁওয়ে টার্ফের দখল ঘিরে দুই পক্ষের সংঘর্ষে সময় ছুরিকাঘাতে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন।

নিহত ছাত্রদলকর্মী জুবায়ের উদ্দিন ওরফে বাবু (২৫), যিনি মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ওরফে ছোট মোশাররফের পক্ষের লোক ছিলেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

টার্ফ হল ঘাষের মত দেখতে কৃত্রিম তন্তু, যা ঘাষের বিকল্প হিসেবে ক্রিকেট মাঠসহ অফিস-আঙিনা ও অন্যান্য স্থানে সৌন্দর্যবর্ধক হিসেবে ও প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়।

চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ বলেছেন, শুক্রবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার পাটানিয়া গোদা এলাকায় একটি টার্ফ দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হলে জুবাযেরকে ছুরিকাঘাত করা হয়।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে তথ্য দিয়েছেন ওসি।

স্থানীয়দের সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেছেন, বিএনপি নেতা আমিনের সমর্থকদের সঙ্গে এই সংঘর্ষ হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাত ১টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।