বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 প্রকাশিত: ১২:০৩, ৫ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

গাজীপুর জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেইটের সামনে  আজ সকাল ৭টার দিকে পিক-আপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলে নিহত ব্যক্তি হলেন পিকআপ ভ্যানের হেলপার। তাৎক্ষণিক নিহত এবং আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার বাসসকে বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এছাড়া আহতদের ও উদ্ধার করে  ওই হাসপাতালে পাঠানো হয়েছে।