শনিবার ২৬ এপ্রিল ২০২৫, বৈশাখ ১৩ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করলো শিক্ষা মন্ত্রণালয় ঐকমত্য কমিশনের অপেক্ষায় নয়, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন: সিইসি গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ মার্চে সড়ক, রেল ও নৌপথে ৬৬৪ জনের প্রাণহানি ‘এতো মানুষ মারা গেল, রানাদের শাস্তি হলো না’ ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্বপূর্ণ উপায় মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা: প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা রোমে যাবেন ‘ইলেকশন সার্ভিস কমিশন’ গঠনে কাজ শুরু করেছে ইসি কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল, সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে কাতারকে আহ্বান: ড. মুহাম্মদ ইউনূস মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু সিদ্ধান্ত পাল্টে ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক সার্ক ভিসা স্কিমের অধীনেও ভারতে ভিসা পাবে না পাকিস্তানিরা, একাধিক সিদ্ধান্ত দিল্লির বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প

জাতীয়

বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন

 প্রকাশিত: ২০:০৯, ১২ আগস্ট ২০২৪

বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন

আগামী বছরের হজযাত্রার জন্য প্রাক নিবন্ধন শুরু হয়েছে সোমবার।

এদিন থেকে ৩০ হাজার টাকা ফি দিয়ে প্রাক নিবন্ধন সারা যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের সহকারী সচিব (ওমরাহ শাখা) তফিকুল ইসলাম।

তিনি সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই হজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।"

বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে প্রাক নিবন্ধন করতে হয়। সেটি সম্পন্ন করলে একটি নম্বর দেওয়া হয়। ধারাবাহিকতা রক্ষা করে সেই নম্বর হজের জন্য নির্বাচিত হলে তা এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

কেবল নির্বাচিত হলেই নিবন্ধন সম্পন্ন করা যায়। আর নিবন্ধিত ব্যক্তিরাই কেবল হজ করার সুযোগ পেয়ে থাকে।

কোন দেশ থেকে কতজন ২০২৫ সালে হজ পালন করতে যেতে পারবেন, তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সেই অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে পারবেন।

তবে সেই হজে যেতে কত খরচ কত হবে বা হজ প্যাকেজের মূল্য কত হবে, সেটি এখনও ঠিক করা হয়নি।

প্রতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সাধারণ প্যাকেজের মূল্য ছিল পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা, আর বিশেষ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

চলতি বছরেও বাংলাদেশের জন্য সৌদি সরকারের নির্ধারিত হজের কোটা ছিল এক লাখ ২৭ হাজার। খরচ কুলাতে না পেরে প্রাক-নিবন্ধনকারী অনেকেই এবার নিবন্ধন সম্পন্ন করেননি। তাতে বাংলাদেশি হজ পালনকারীর সংখ্যা দাঁড়ায় ৮৫ হাজার ১১২ জন।