রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাটহাজারী মাদরাসায় শুরু হলো ২য় সামায়িক পরীক্ষা

আল আমিন সিরাজী

 প্রকাশিত: ১৬:৪৮, ১১ নভেম্বর ২০২৩

হাটহাজারী মাদরাসায় শুরু হলো ২য় সামায়িক পরীক্ষা

সংগৃহীত ছবি

বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষ এর  ২য় সাময়িক পরীক্ষা আজ শনিবারি (১১ নভেম্বর) শুরু হয়েছে।

পরীক্ষায় জামিয়ার সাধারণ বিভাগ এবং  বিভিন্ন উচ্চতর বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

মাসিক মুঈনুল ইসলামের সম্পাদক মুনির আহমেদ আওয়ার ইসলামকে জানান,পরীক্ষা উপলক্ষে জামিয়ার শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলায় পরীক্ষার হল নির্ধারণ করা হয়েছে। হলে এমন সুবিন্যাস্তভাবে আসন সাজানো হয়েছে ( প্রতিটি পরীক্ষার্থীর ডানে-বামে এবং সামনে ও পিছনে ভিন্ন জামাতের ছাত্র থাকে) যাতে কেউ চাইলেও কারো কাছ থেকে দেখে লেখার সুযোগ না পেয়ে থাকে। তাছাড়া হলে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষক দায়িত্বরত রয়েছেন।

শিক্ষার্থীদের যথাযথভাবে শৃঙ্খলা অনুসরণ করে মনোযোগে এর  সাথে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দিয়ে জামিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী ও শিক্ষাসচিব আল্লামা কবীর আহমদ সকলের জন্য সফলতার জন্যে দোয়া করেছেন।

Online_News_Portal_24