সোমবার ৩১ মার্চ ২০২৫, চৈত্র ১৭ ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

ঈদের নামায : জরুরি মাসায়েল ঈদের দিনের সুন্নাত বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ, আজ ঈদ ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী ঈদ ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ভয়হীন, স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে জনগণ ঈদ উদযাপন করছে : তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা ঢাকার ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন দেশের ৭ জেলায় বইছে মাঝারি তাপপ্রবাহ শোলাকিয়ার ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য এবারো থাকছে ঈদ স্পেশাল ট্রেন কখন কোথায় ঈদের জামাত যুদ্ধবিরতি: মধ্যস্থতাকারীদের দেওয়া নতুন প্রস্তাবে রাজি হামাস অপতৎপরতা ঠেকাতে সচেষ্ট আছি: র‍্যাব ডিজি ‘আল্লাহ হামার ছলক ফিরাইয়া দ্যাও’ : শহীদ রাসেলের বাবার আর্তনাদ

জাতীয়

চট্টগ্রাম বন্দরে ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ

 প্রকাশিত: ২১:০০, ৫ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রাম বন্দরে ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বন্দরে কেমিক্যাল মিশ্রিত রং ঘোষণা দিয়ে আনা ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। 

শতভাগ কায়িক পরীক্ষা করে জব্দ করা কার্টনে মন্ড (ন্যানো), মন্ড (সুপার স্লিম) ও ক্যাভেলো পিওর ব্র্যান্ডের ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়।

‘টেক্সটাইল ডাই স্টাফ’ (কেমিক্যাল মিশ্রিত রং) ঘোষণা দিয়ে ঢাকা ইপিজেডে’র আমদানিকারক প্রতিষ্ঠান জং সাইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড এসব সিগারেট আমদানি করে।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিসার্স (এআইআর) শাখা পণ্য চালানটি আটক করে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, পণ্য চালানটির রপ্তানিকারক, তৈরি দেশ, আমদানিকারকের ব্যবসার ধরণ ও ঠিকানা, পণ্যের বর্ণনা ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়। পওে সোমবার চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় মন্ড (ন্যানো), মন্ড (সুপার স্লিম) ও ক্যাভেলো পিওর ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। 

চট্টগ্রাম কাস্টমস হাইসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক বলেন, পণ্য চালানটিতে ৮৪৯ কার্টনে ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। তবে এ জালিয়াতির মাধ্যমে আমদানিকারক ৭ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছেন। আমদানিকারকের বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।