বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশু

ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন ঢাকা উত্তরের মেয়র

 প্রকাশিত: ২০:০৮, ৫ জুন ২০২১

ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন ঢাকা উত্তরের মেয়র

ভিটামিন এ ক্যাপসুলের অভাবে আমাদের শিশুদের অনেকে অপুষ্টিতে ভোগে, অন্ধ হয়ে যায় এবং তাদের শারীরিক বৃদ্ধি ঘটে না। তাই সারাদেশে শিশুদের একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এর মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ (শনিবার) সকালে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টিকা খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় উত্তরের মেয়র বলেন, ‘সারাদেশে আজ শুরু হয়েছে এই ক্যাম্পেইন। ডিএনসিসির ৫৪টা ওয়ার্ডের ১৯০৫টি কেন্দ্রে ২ সপ্তাহ ১ থেকে ৫ বছরের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের রাতকানা, অন্ধত্ব রোধে কাজ করবে এই ক্যাপসুল। আগে এই ক্যাপসুল খাওয়ানো হতো ১ দিন, বর্তমানে সেটা চলবে দুই সপ্তাহ। তাই সব বাবা-মাদের অনুরোধ করছি, এই সময়ের মধ্যে তাদের শিশুদের এই ক্যাপসুল যেনো তারা খাওয়ান।’

অনলাইন নিউজ পোর্টাল