বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের তালিকা প্রণয়ন, তাদের সম্ভাব্য কর ফাঁকির বিষয়টি তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এই নোটিশটি জনস্বার্থে রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করেন।