আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলের যেকোনো সময় হতে পারে, সে অনুযায়ী এখন থেকেই সব ধরনের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে হবে।